কোলিয়ারি মহল্লার এঁদো ঘিঞ্জি পাড়ায় শালিনীর জন্ম। মাকে মনে পড়ে না। বাবা আছে। রাতে টলোমলো পায়ে বাড়ি আসে। একে নিজের বাবা বলে মনে হয় না। কারণ মোটা কাঁচের চশমা পরা দাদির কাছে শালিনী শুনে এসেছে, তাঁর একটা মেয়ে ছিল। তাহলে এই লোকটা শালিনীর কে হয়!
রোজ রাতে লোকটা শালিনীর বুকের নরম মাংসের দলাটা হাতের মুঠোয় নেয়। শরীরের গভীর গোপন গহ্বরে নিজের অঙ্গ চালান করে। ভয়ে কুঁকড়ে যায় বালিকা।
একসময় বড় হয় শালিনী। বাবার মতো লোকটা বুড়ো হয়। অশক্ত। শালিনী জন্মাবধি পুষে রাখা ক্ষোভ আর যন্ত্রণাকে খানিকক্ষণের জন্য কমাতে লোকটার ওপর চেপে বসে। যন্ত্রণা ভুলতে আরও যন্ত্রণা নেয় শরীর ভরে।
তারপর একদিন লোকটা শরীর থেকে যন্ত্রণাকে ছুটি দিয়ে চলে যায়। এই কি প্যারাফিলিয়া! বিকৃত যৌন ইচ্ছা। মানুষমাত্রেই কি সকলে কমবেশি এই রোগের শিকার?
মিশ্রভাষী মহল্লার এমনই অসংখ্য প্রান্তিক জীবনের গল্প কলমবন্দি করেছেন লেখক। সেই গল্প জানতে অবশ্যই সংগ্রহ করুন।
Paraphilia O Anyanyo
প্যারাফিলিয়া এবং অন্যান্য
Paraphilia O Anyanyo - Debnath Sukanta
দেবনাথ সুকান্ত