লোকসঙ্গীত লোকছড়া বাংলা সংস্কৃতির প্রাণ। বিবাহের অনুষ্ঠানটি লোকসংস্কৃতি আধারিত। তার মধ্যে আছে নরসুন্দর কথা, নাপিতের ছড়া, গুরু বচন, গৌড়বচন, ভাটপাঁচালি— এমন সব নামের লোকছড়া বা লোককথা যা গ্রামেগঞ্জে এখনও হয়ে থাকে বিবাহ অনুষ্ঠানে। এমনও শোনা যায়, নাপিতের গুরুবচন না শুনলে বিবাহ বাড়িই নাকি মনে হয় না।
নরসুন্দর বিবাহের ছাদনাতলায় যে ছড়া বা ছড়াগান করে তা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন— নরসুন্দর কথা, গৌরবচন, নাপিতের ছড়া, গুরুবচন, ছাউনি নাচা ছড়া, কপাট দেওয়া, কপাট খোলা… ইত্যাদি।
কোথাও নরসুন্দর ছড়াকারে, কোথাও ছড়া ও নৃত্য সহকারে, কোথাও গল্পাকারে বলে থাকে।
নরসুন্দরের ভাটপাঁচালি
Norosundorer Bhatpchali
Norosundorer Bhatpchali - Digen Barman
দিগেন বর্মন