সেই গূঢ় মফসসল হলুদ ছাতা ছিল না কারো। কিন্তু সবজেটে হলুদ আঁশফলে ছাওয়া বিশাল গাছ ছিল হলুদ ছাতার মতোই। ডঃ জগবন্ধু লেন থেকে মায়া মফসসল সফরের বাঁকে বাঁকে রয়েছে আশ্চর্য সব চরিত্র। কখনো তা উঁকি মারে মালগুড়ির মতো অলীক এক গ্রামে যেখানে ইয়াকুবমামা বলে ‘আই অট টু লাভ মাই কান্ট্রি দ্যাট ইজ ইন্ডিয়া’, গ্রামের বালক মন্টু রবীন্দ্রজয়ন্তীতে অবলীলায় কালিদাস রায়ের কবিতা বলে আসে, নাম জিজ্ঞেস করলে এক বালিকা তার গ্রামসুদ্ধ নাম বলে ‘ছি ছি আনা বেলেঘাটা হাসিরানি সরকার’। সেখানে ঘটি বাঙ্গালের মজার দ্বৈরথের পাশাপাশি লুকিয়ে থাকে গান গাইতে না পারা হিমাংশু মাস্টারের মায়ের চোখের জল, আর নীলষষ্ঠীর শিবের মাথায় ঢালার জন্যে অপরিহার্য মুসলমানীর ছোঁয়া কাঁচা দুধ, এই নষ্ট সময়ে একটা অলীক স্বপ্ন হয়ে জেগে থাকে। আসলে এই স্মৃতিচিত্রে কথক গৌণ, মুখ্য সমাজের নানা প্রান্তিক বর্ণময় মানুষরা, যারা নিজেদের বিন্দাস ক্যাংলাসপার্টি বলে ডাকে।
আবার অন্যদিকে এই বই আশি নব্বই দশকের ইস্কুল, খেলা, যাত্রা, সিনেমা টেলিভিশন দিকচিহ্ন সম্বলিত প্রাক-বিশ্বায়িত পৃথিবীর মায়াবী ক্যালাইডোস্কোপ। যার টানে বারবার পাঠককে ফিরে আসতেই হবে এই মায়া মফসসল, ক্যাংলাসপার্টিদের সঙ্গে গলা মিলিয়ে বলতে হবে,
পুলিশের হাতে মোটা লাঠিকে ভয় করে না ক্যাংলাসপার্টি।
মায়া মফসসল ও ক্যাংলাসপার্টিরা
Maya Mafaswal O Kanglaspartira
Maya Mafaswal O Kanglaspartira - Trishna Basak
তৃষ্ণা বসাক