এ উপন্যাস যিশুর জীবনচরিত নয়। আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে ইহুদি ধর্মযাজক, রাজশক্তি, সমাজব্যবস্থা এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিল। ক্ষমতার সামনে দাঁড়িয়ে সংস্কার ও বিপ্লবের মধ্যে কোন পথটিকে বেছে নিতে হবে তা নিয়ে মতভেদ বহুদিনের। দুটি পথ ধরে যিশু ও ওরিয়ল দুটি ভিন্ন মেরুতে অবস্থান করতে শুরু করেছে। ক্ষমতাকে ক্ষমতা দিয়ে জয় করা, না কি 'পরাজয়' দিয়ে, অহিংসা দিয়ে অসহায় করে তোলা—সে কথাও বারবার এসেছে। নারী, ক্ষমতা, জুগুপ্সা, জিঘাঙসা ইত্যাদিকে কেন্দ্র করে সূক্ষ্ম সূক্ষ্ম নানা প্রশ্নে আবর্তিত হয়েছে কাহিনী। কেন্দ্রে রয়েছে পারাপারহীন প্রেম। আশা করা যায় গ্রন্থটি দ্রুত পাঠক মহলে বিস্তার লাভ করবে।
মরুপুত্রের দিনরাত
Maruputrer Dinrat
Maruputrer Dinrat - Parthajit Chanda
পার্থজিৎ চন্দ