ল্যাবরেটরি কথাটির অর্থ রসায়নাগার, সোহিনীর জীবনও যেন তাই। নিত্য চলেছে সেখানে পরীক্ষা-নিরীক্ষা। নন্দকিশোরের ল্যাবরেটরিকে রক্ষা করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের জন্যই রেবতীর মতো বিজ্ঞান সাধকের আনয়ন। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়াতে চায় তার নিজের কন্যা, যৌবনের উন্মত্ততায় মগ্ন নীলা। তবে কি নন্দকিশোরের স্বপ্ন শেষ হয়ে যাবে নীলার লোভের কাছে? সেই সকল উত্তর রয়েছে এই বইতে। আশা করা যায় বইটি দ্রুত পাঠক মহলে বিস্তারলাভ করবে।
ল্যাবরেটরি
Laboratory
Laboratory - Rabindranath Tagore
রবীন্দ্রনাথ ঠাকুর