বইয়ের ব্যবসার আড়ত কলেজ স্ট্রিট। এভাবেই লোকে চেনে এই জায়গা। এখানে হাঁটতে গেলে ইতিহাসের গায়ে ঘষা লেগে যায়। বটতলার বইয়ের ব্যবসা কি করে কলেজস্ট্রিটে এসে পৌঁছলো, আগে কেমন ছিল এই জায়গা, বাঙালির সামাজিক জীবনে যে সময়কে রেনেসাঁ বলা হয়ে থাকে সেই সময় লেখাপড়া, বই, খবরের কাগজ কি করতে পেরেছিল। পুরনো বাড়ির ছাপাখানা, বাঁধাইঘর, কাগজপট্টি, এজেন্ট, ক্যানভাসার,মুটেমজুর, দোকানদার, পুরোনো বইয়ের বিক্রেতা, বইঘরের সামান্য মাইনের কর্মী,কম্পোজিটর, আর্টিস্ট, অন্য প্রকাশক, সাহিত্যের যশপ্রার্থী, লেখক, পাঠক মিলেমিশে যে বিরাট জগৎ তা ফুটে উঠতে থাকে কলেজ স্ট্রিটের শব্দ, গন্ধ, রং, ছবি নিয়ে। ভিন্ন ভিন্ন সময়, ইতিহাস আর বাংলা ভাষা ও সাহিত্যের নানা বাঁক যেন কাছাকাছি চলে আসে। এই সমস্ত কিছুর মধ্যে জাগ্রত থাকেন একজন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলেজস্ট্রিটে বইয়ের ব্যবসা শুরু করেছিলেন তিনি। উপন্যাসে ভেসে ওঠে একসময়, এক প্রাচীন সরণী। বহমান মুহূর্ত খুঁজে পেতে চায় তার পৌঁছানোর জায়গা।
কলিকাতা পুস্তকালয়
Kalikata Pustakalay
Kalikata Pustakalay - Arindam Basu
অরিন্দম বসু