খড়দহ জেলা উত্তর ২৪ পরগনার এক ঐতিহ্যমন্ডিত প্রাণচঞ্চল জনপদ। ধর্ম-বর্ণ ও বহু পেশার মানুষের বসবাস এখানে। খড়দহ বিখ্যাত হয়ে আছে নিত্যানন্দ প্রভুর বসবাসের কারণে। কবিগুরু রবীন্দ্রনাথ কয়েক পর্বের খড়দহের গঙ্গার তীরে বসবাসকালে লিখেছেন কবিতার চিঠিপত্র এবং এঁকেছেন অনেক ছবি। খড়দহের কালিদাস ন্যায়রত্নের কাছে সংস্কৃত পাঠ নিতেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনস, শ্রীচৈতন্য খড়দহের গঙ্গা পথ ধরেই গিয়েছেন নীলাচলে। আবার এই গঙ্গায় তলিয়ে গেছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বাড়ি শিবালয়। প্রাচীন কাব্য এবং কিংবদন্তিতে খড়দহ, খড়দহের প্রাচীন মানুষ যোগেশ্বর পণ্ডিত ও কামদেব পন্ডিত, খড়দহের কুঞ্জ বাটি,শ্যামসুন্দর মন্দির, রাস দোল এবং ফুল দোল উৎসব, সমাচার দর্পণ পত্রিকায় প্রকাশিত তথ্য, রাস মেলা, জমিদার প্রাণ কৃষ্ণ বিশ্বাস, ওমর খৈয়ামের রুবাই অনুবাদে খড়দাহের দুই কবি, নাট্যকার খিরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, খড়দহে মুসলিম বসতির ইতিবৃত্ত, খড়দহের খেলাধুলো, খড়দহের শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান আন্দোলন, শ্রীগুরু গ্রন্থশ্রম, রামকৃষ্ণ মিশন বালক আশ্রম, উত্তর ২৪ পরগনা জেলাগ্রন্থাগার - বন্দিপুর সম্মিলনী পাঠাগার, পাতুলিয়া, খড়দহ পুরসভা জনপ্রতিনিধি ও শিল্প, খড়দহের ধর্মীয় প্রতিষ্ঠান, খড়দহের গঙ্গার ঘাট সেকালের নানা তথ্যে খড়দহ। অতীতের ইতিহাসের নানান তথ্য সমৃদ্ধ এই বই আশা করা যায় দ্রুত পাঠক মহলে বিস্তারলাভ করবে।
জনপদের কথা খড়দহ
Janapader Katha Khardaha
Janapader Katha Khardaha - Edited by Kanaipada Roy
কানাইপদ রায়