সুপ্রসিদ্ধ ডিটেকটিভ ঔপন্যাসিক পাঁচকড়ি দে মহাশয়ের লেখা ডিটেকটিভ উপন্যাস আজকাল বঙ্গসাহিত্যে যুগান্তর উপস্থিত। এই গ্রন্থে লেখক নানান কৌশলে হত্যাকারীকে এমন রহস্যর অন্তরালে রেখেছেন যে, যতক্ষণ না তিনি নিজে দেখিয়ে দিচ্ছেন ততক্ষণ পাঠকও সংশয়ের মধ্যে থাকে। তাই হত্যাকারী কে জানতে পাঠককে অবশ্যই এই বই পাঠ করতে হবে।
হত্যাকারি কে?
Hatyakari Ke?
Hatyakari Ke? - Panchkari De
পাঁচকড়ি দে