মূল সংস্কৃত থেকে ছোটদের জন্য কুলদারঞ্জন রায় পরিবেশন করেন "ছেলেদের বেতাল পঞ্চবিংশতি"। তাঁর নিজস্ব মুনশিয়ানায়, গল্পের নির্যাস এক রেখে সংক্ষিপ্ত আকারে বুনেছিলেন বেতালের বলা পঁচিশটি কাহিনী এবং তার পূর্বকথা ও তাল-বেতালের কাহিনী। আশা করা যায় গ্রন্থটি দ্রুত পাঠক মহলে সমাদৃত হবে।
ছেলেদের বেতাল পঞ্চবিংশতি
Chheleder Betal Panchabinshati
Chheleder Betal Panchabinshati - Kuladaranjan Ray
কুলদারঞ্জন রায়