শহর, নগর জনপদ পার হয়ে, জেলার প্রত্যন্ত অঞ্চলের এক কোণে বন জঙ্গলের মধ্যে ছিল গ্রামটি, নাম তার বুড়াপাল। মাত্র এক মাসের পরিচয়। কাজের খাতিরে যাওয়া, মাস ফুরোতে কাজও ফুরিয়েছিল। তারপর অনেকগুলি মাস, বছর কেটেছে বিভিন্ন স্থানে। লোকালয়ের কৌলিন্যে তারা অবশ্যই এগিয়ে। রয়েছে ছোট শহর বড় শহর বিভিন্ন রাজ্য এমনকি দেশও। কিন্তু সে ৩০টি দিনের পরিসরে কাছে পাওয়া মানুষগুলো দীর্ঘ জীবনের বিভিন্ন মোড়ে অপ্রত্যাশিতভাবে সামনে এসে দাঁড়িয়েছে। যেখানে তখন তাদের থাকার কথা নয় আশ্চর্যজনকভাবে এসেছে যে কেবল তাই নয় তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েও গিয়েছি আমরা দুটি অনাত্মীয় আগুন্তুক। বুড়াপালে আর কোনদিন ফিরে না গেলেও তারা আমাদের ছেড়ে যায়নি। বুড়াপালের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলি সুখ দুঃখ পাওয়া হারানোর উপাখ্যানই বারবার জীবন জুড়ে ফিরে এসেছে। সে উপখ্যানদের নিয়েই আখ্যান।
বুড়াপালের ইতিকথা
Burapaler Itikatha
Burapaler Itikatha - Chinmay Basu
চিন্ময় বসু