চতুর্দশ শতকের শেষ ভাগে বালির দত্ত কুলোদ্ভোব তেকড়ি দত্ত নামক এক জৈনিক কায়স্থ মুজফরপুর পরগনাস্থ(বর্তমান জেলা হাওড়া) আন্দুলে এসে সমাজ গঠন করে জনপদে সর্বপ্রথম ভূস্বামী রূপে প্রতিষ্ঠিত হন। তাঁর উন্নতি বিবেচনা করে তৎকালীন শাহী বাংলার অধীশ্বর তাঁকে পরগণার "চৌধুরী" পদে অভিষিক্ত করে চতুরঙ্গদলাধীশ রূপে চতুরঙ্গ সেনাবাহিনী প্রদান করলে সেই কাল থেকে আন্দুল জনপদে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, সেই কথাই "আন্দুল চতুরঙ্গাব্দ"। আশা করা যায় গ্রন্থটি দ্রুত পাঠকমহলে সমাদৃত হবে।
আন্দুল চতুরঙ্গাব্দ
Andul Chaturangabdo
Andul Chaturangabdo - Dhruba Choudhury
ধ্রুব চৌধুরি