সংলাপধর্মী—এরকম একটা কথা চলিত বটে, কিন্তু এ উপন্যাসের ধর্ম সংলাপ নয়, এ উপন্যাস সংলাপেরই কেবল। তাহলে, এটি কি উপন্যাস হয়ে উঠল? হ্যাঁ, কেননা, এটি গদ্যমাত্র নয়। তীব্র, অতি তীব্র আকাঙ্ক্ষা, সংরাগদীপ্ত, আশ্লেষাতুর এবং সমকালীন তথা সময়-পেরোনো চিরকালীন সংগ্রামের রাজনীতি, এ উপন্যাসের আশয়। এ উপন্যাসের সংলাপ থেকে রক্ত ঝরে, বিভিন্ন ধরনের রক্ত, বিলকুল শরীরী ও শরীর-পেরনো শোণিতস্রাব। নবনির্মাণের জন্য রক্তস্রোত মাড়িয়ে যেতে হয়, ডিঙিয়ে যে যাওয়া যায় না, তা প্রতি পদে দেখিয়ে দিচ্ছে এই সংলাপগুচ্ছ।
একই আকাশে দুটো স্কাই ল্যাব এবং একটি বিয়োগান্ত সুপারনোভা
Aki Akashe Duto Skylab Ebong Akti Biyoganta Supernova
Aki Akashe Duto Skylab Ebong Akti Biyoganta Supernova - Saswati Lahiri
শাশ্বতী লাহিড়ী