যৌনতার সমাজ জীবনের এক অপরিহার্য অঙ্গ। কিন্তু ধর্মের ক্ষেত্রে ঈশ্বর উপাসনার ক্ষেত্রে তাকে আড়াল করার প্রথা চলে আসছে সেই অনাদিকাল থেকে। জনজীবনের মুখ্য অংশ ধর্মাচরণ ক্ষেত্রে যৌন তাকে কেন এড়িয়ে চলে? ধর্ম ও যৌনতার মধ্যে কেন এই আপাত বিরোধ? ধর্ম কী? যৌনতা কী? মানব জীবনে তার দরকার কেন? জানতে হবে ধর্মের উৎপত্তি বিকাশ ও যৌনতার সঙ্গে তার সম্পর্ক। কেউ কেউ বলেন ধর্ম কাম বা যৌনতা বিরোধী নয়, এমনকি যৌনতা বিবর্জিত নয়। উভয় উভয়ের পরিপূরক, নাকি একেবারে আলাদা? যৌনতা জীবনের একটি অত্যাবশক উপাদান হলে সমাজজীবনে সেটি কেন বিষে পরিণত হয়েছে? আসলে যৌনতাকে আমরা সঠিকভাবে অনুধাবন করতে শিখিনি। সঠিক মননের দ্বারা সেটিকে বুঝতে শিখিনি। ধর্মকেও আমরা বুঝতে পারিনি। এই গ্রন্থে যৌনতা কী? যৌনতার প্রয়োজনীয়তা কোথায়? যৌনতার তত্ত্বের বিন্যাস, গ্রীক মিশরীয় সমাজে যৌনতা, ভারতীয় সমাজে যৌনতা, শিল্পকলা ও ভাস্কর্যে যৌনতা, ভারতীয় শিল্পী মৈথুনরত মিথুনের উৎপত্তির ইতিহাস, খাজুরাহোর মন্দির যৌনতার শৈল্পিক সমাহার, চিত্রকলায় যৌনতা, বাঙালি জীবনে যৌনতা, বাংলা সাহিত্যে যৌনতা, চলচ্চিত্র- ধারাবাহিক ও ওটিটিতে বাঙালির যৌন দ্বিচারিতা, মনোবিজ্ঞান ও যৌনতা, ফ্রয়েডিয় চেতনায় যৌনতা, অস্বাভাবিক যৌনতা, পর্নোগ্রাফি ও আমরা, পর্ন চলচ্চিত্র, পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন দেশের আইন, পর্নোগ্রাফিতে আসক্ত হয় কেন, যৌনতা ও জীবনবিজ্ঞান, যৌনতা ও শারীরবৃত্তীয় পাঠ, ধর্ম, নৃতত্ত্বের আলোকে ধর্মের উৎপত্তি, মাতৃকা উপাসনা, ধর্মের উৎপত্তির মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ, দেশীয় ধর্ম, অস্ট্রেলিয়দের টোটেমতন্ত্র, উপজাতিদের ধর্ম, আন্দামানীদের ধর্মবিশ্বাস, আমেরিকার আদিবাসীদের ধর্ম, সুমরীয়দের ধর্ম, উচ্চ সংস্কৃতি জাতিদের প্রাচীন বিশ্বাস, ব্যাবিলনের দেবতা, আফ্রিকার জনগণের ধর্ম, স্থানীয় লোকদেবতা, মাকাল ঠাকুর, পাঁচু ঠাকুর, বনবিবি, ওলাইচণ্ডী, কালু রায়, বাবা ঠাকুর, বড় খাঁ গাজী, পীর গোরাচাঁদ, ঢেলাই চন্ডি, দক্ষিণ রায়, সত্যনারায়ণ,সত্যপীর, টুসু,ভাদু, আধ্যাত্ম চেতনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ধর্ম ও তার ইতিহাস, ইহুদি ধর্ম, ক্রিস্টিয়ান ধর্ম, ইসলাম ধর্ম,হিন্দু ধর্ম, জৈন ধর্ম,বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, তাওবাদ, কনফুসীয়বাদ, ম্যাক্স ওয়েবারের তত্ত্ব, বিভিন্ন ধর্মে যৌনতা, প্রাক বৈদিক ধর্ম ও যৌনতা, ইসলাম ধর্মে যৌনতা, খ্রিস্টিয়ান ধর্মে যৌনতা, ধর্ম ও নৈতিকতা, পতিতা বা যৌনকর্মী,বৃহন্নলা, আত্মরত্যাতুর, নার্সিসিজম, হস্তমৈথুন, সমকামিতা, সিমবায়োসেক্সসুয়াল, ধর্মের বিভিন্ন বিষয়ের ভ্রান্ত ব্যাখ্যা, শ্লীলতা ও অশ্লীলতা, যৌনতার অবদমন, আধুনিক যুগে যৌনতার বৈশিষ্ট্য, ধর্মের নামে অধর্ম, পুঁজিবাদ কমিনিজম ও ধর্ম, পুঁজিবাদ আর ধর্মের সম্পর্ক, ঈশ্বর ও অলৌকিকতা, অতীন্দ্রিয় রহস্যে ঘেরা তিব্বত, তিব্বতের ইতিহাস অতীব্বতের বিভিন্ন অলৌকিক সাধনা, ঈশ্বর ও বিজ্ঞান, কোয়ান্টামীয় পদার্থবিদ্যার আলোকে ঈশ্বর ও বিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক, সমান্তরাল মহাবিশ্ব, তরঙ্গের পতন, নির্গুণ ব্রহ্ম, সগুন ব্রহ্ম, শূন্যতা ও অতি শূন্যতা, স্নায়ুতন্ত্র বিভিন্ন চক্র, কুলকুণ্ডলিনী, ষটচক্র, ইরা ও পিঙ্গলা, মূলাধর চক্র, মনিপুর চক্র, সাধিষ্ঠান চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, শতদল চক্র, আজ্ঞা চক্র, ললনা চক্র, পিটুইটারির কাজ, হ্যালুসিনেশন, ইলিউশন, ডিলিউশন, ও ব্রহ্মজ্ঞান, সমাধি ও শারীরবৃত্তীয় পরিবর্তন, ঈশ্বরের স্বরূপ, ঈশ্বর উপলব্ধি ও যৌনতা, সহজিয়া ধর্ম সম্প্রদায়, বাউল মতবাদের উদ্ভব বিকাশ, তন্ত্রের উদ্ভব, তন্ত্র কী? তন্ত্র মন্ত্র, কৃষি সমাজ ও তন্ত্র, বৈদিক ধর্ম ও তন্ত্র, বাঙালির তন্ত্র যোগ, তন্ত্রে জাতিবিচার, তন্ত্র ও যৌনতা, কাম ও মদন, মানস পূজা, বাঙালির দুর্গোৎসব ও তন্ত্র, মহাভারত ও তন্ত্র, পদার্থ-প্রতি পদার্থ ও তন্ত্র বিভিন্ন বিষয় নিয়ে গ্রন্থে আলোচনা করা হয়েছে। আশা করা যায় গ্রন্থটি দ্রুত পাঠক মহলে সমাদর লাভ করবে।
আধ্যাত্ম চেতনায় যৌনতা
Adhatya Chetonay Jounota
Adhatya Chetonay Jounota - Anjan Basu
অঞ্জন বসু