খ্রিষ্টধর্ম কবলিত ইউরোপের তামস্ যুগে গ্রীক বিজ্ঞানের ঐতিহ্য বিনাযুদ্ধে নতি স্বীকার করেছিল। পরে ইসলামের বৈপ্লবিক সংস্পর্শে এসে ইউরোপে বিজ্ঞান অবশেষে জিতল। খ্রিষ্টধর্মই তখন বিজ্ঞানের সঙ্গে আপোশ করার জন্য উৎসুক হয়ে উঠল। অপরদিকে যে ইসলাম ইউরোপকে নতুন করে বিজ্ঞান চেনাল, গত অন্ততঃ আটশো বছর ধরে সেই ইসলামী কৃষ্টিবলয়ে ধর্মই প্রভু, বিজ্ঞান পরাজিত। আর হিন্দু কৃষ্টিবলয়ে? সেখানে বিজ্ঞানের সঙ্গে ধর্মর কোনো জোরালো সংঘাতই কোনোদিন বাধেনি। ভারতের মহাবিজ্ঞানীরা অনায়াসেই অতি উচ্চমার্গের বিজ্ঞানচর্চার পাশাপাশি পদে পদে ধর্মের সঙ্গে আপোশ করে নিয়েছিলেন। ব্যতিক্রম কেবল আর্যভট্ট। আজকের হিন্দুত্ববাদ কবলিত উত্তর ঔপনিবেশিক ভারতে সেই ধর্ম বিজ্ঞান সহাবস্থানের ঐতিহ্য আরো শক্তিশালী হয়েছে। সেই সকল নানা প্রশ্ন উত্তর লেখক এই বইতে আলোচনা করেছেন। আশা করা যায় বইটি দ্রুত পাঠকমহলে বিস্তারলাভ করবে।
অবিরত দ্বৈরথে বিজ্ঞান ১
Abirata Dwairathe Biggan Vol.1
Abirata Dwairathe Biggan Vol.1 - Ashish Lahiri
আশীষ লাহিড়ী