মানিক বন্দোপাধ্যায়ের রচনার অন্ত:স্তরে এমনভাবে সোজায় উল্টোয়, শৃঙ্খলে বিন্যাসে, স্পৃহাদীপ্ত নির্লিপ্তিতে, স্মৃতিলুপ্ত অন্ধতায়, তথ্যনিহিত সত্যে জীবন আর জগৎকে বুনেছেন যে তাঁকে পড়তে গেলে পাঠককে থামতে হয়। উপন্যাসের সামগ্রিক রূপ এক শৃঙ্খলা। নিশ্চিতভাবে মানিক বন্দোপাধ্যায়ের ক্ষেত্রে এই শৃঙ্খলার মাপকাঠি বিষয়ের বৈভব। তাঁর আখ্যানের নির্মাণে সবচেয়ে বেশি জোর পড়েছে বয়নের স্ব-স্বভাবী বহুস্বরের উপর। ফলে বর্ণনা ও বাচন তাঁর রচনায় সময়ের পরিসরের মধ্যে অনায়াসে আত্মপ্রবীষ্ট হয়। ইঙ্গিতপূর্ণ স্পষ্টতা ও নিয়ন্ত্রিত বর্ণনার সাহায্যে মানিক বন্দোপাধ্যায়ের কর্মে এক কলাশিল্পের অভূতপূর্ব নিদর্শন।
'স্বতন্ত্র সত্তা সময়ে'র মতোই মানিক বন্দোপাধ্যায়কে নিরাসক্তি ও বিগত স্পৃহা অর্জন করতে হয়েছে। যা তাঁকে কিছুতেই উদ্ভাসিত হতে দেয় না, পৃক্ত হতে দেয় না নিজের ব্যক্তিসত্তার সঙ্গে। সময় তাঁকে গড়ে তোলে। সময় সম্পর্কে তিনিও থাকেন জাগৃত মনন, তাঁকেই তো নিজের রচনায় সময়কে পুর্ননির্মাণ করতে হয়—রচক সময়ের সাক্ষী শুধু নন, সময়ের সারথ্যও করতে হয় মানিক বন্দোপাধ্যায়কেই।
ইতিমধ্যে মানিক বন্দোপাধ্যায়ের জন্মশতবর্ষ অতিক্রান্ত হয়েছে। তাঁর প্রয়ানের পর তাঁর সাহিত্য প্রবন্ধ পাঠকদের কাছে অমূল্য রত্নের সামিল। আশা করা যায় পাঠকমহলে বইটি সমাদর লাভ করবে। এবং যারা মানিক বন্দোপাধ্যায়কে নিয়ে গবেষণারত, তারা এই বইটি পেয়ে উপকৃত হবেন।
অবিকল্প মানিক বন্দ্যোপাধ্যায়
Abikalpa Manik Bandopadhyay
Abikalpa Manik Bandopadhyay - Satanjib Raha
শতঞ্জীব রাহা