top of page

রোজনামচা - দিব্যজ্যোতি হাজরা

Updated: Mar 23


রোজনামচা

"যাদু ভরি পিয়া কি নজরিয়া",

ইমন রাগে বন্দিশ গেয়ে উঠলেন পন্ডিত ভীমসেন।

মানুষের তাতে কিছু আসে যায় না।

আপদ প্রশ্নগুলো মনের শান্তি কেড়ে নিয়েছে।

ভীমসেনের উদাত্ত কন্ঠে তেলে বেগুনে জ্বলে ওঠা শরীর,

এখন আর মলম নয়, জল চায় স্রোতের মত,

কিম্বা শান্ত নদীর মত,

যেখানে ডুব দিলে সব পাপ ধুয়ে যায়।

জ্বলন্ত শরীরটা শুধু নিজেকেই নয়, পুড়িয়েছে সংসারটাকেও।

তবু রাগপ্রধান সুরের মায়ায়,

পন্ডিত শিল্পীর কন্ঠের প্রজ্ঞায়,

তার রান্নাঘরের লবণ, চিনি, মরিচ, তেঁতুলের কৌটোয়

নবরসের একটিও কি খুঁজে পেলেন যুধিষ্ঠির ঘরণী?

হয়ত একটু পরেই আকাশে চাঁদ উঠবে,

তার কৃষ্ণ-কালো চুলে রাত নেমেছে ভেবে।

তৃতীয় পান্ডব অর্জুনও অপেক্ষায় থাকবে,

যাজ্ঞসেনীর আগুনবিলাসী দেহের ছোঁয়া পাবে বলে।

কিন্তু ভীমসেনের বন্দিশটা ভারী একরোখা।

নিরঙ্কুশ গার্হস্থ্য জীবনে মশার মত।

মধ্যরাতের অনিবার্য শেষ প্রহরে,

কানের পাশে ভ্যান ভ্যান করা কি থামাবে?

Commenti

Valutazione 0 stelle su 5.
Non ci sono ancora valutazioni

Aggiungi una valutazione
bottom of page